ঢাকা ২০ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

রামু টিভি সমাজের অসঙ্গতি প্রকাশ করে মানুষকে সচেতন করে তুলবে -প্রণয় চাকমা

#

১৬ জুন, ২০২২,  8:28 PM

news image

নুর মোহাম্মদ,রামু:

রামুর সর্বপ্রথম অনলাইন মাল্টিমিডিয়া চ্যানেল রামু টিভি ২বছর পেরিয়ে ৩বছর পদার্পণ উপলক্ষে মাসব্যাপি কর্মসূচির শুভ সূচনা হয়েছে।

বুধবার ১৫ জুন রামু উপজেলার ভিডিও কনফারেন্স রুমে খতমে কুরআন, দু'আ মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

এ দু'আ মাহফিলে প্রধান আলোচক ছিলেন, বিশিষ্ট আলেমেদ্বীন, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা হাফেজ আবদুল হক। 

রামু টিভির সহ-সম্পাদক, সাংবাদিক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় দু'আ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, রামু  উখিয়ারঘোনা তা'লিমূল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ মোহাম্মদ হাসান, ইসলামী ছাত্রনেতা হাফেজ শওকত আলী, দারুল কুরআন নূরানী একাডেমীর হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাহদী হাসান। 

রামু'র বিশিষ্ট সাংবাদিক, রামু টিভির সম্পাদক খালেদ হোসেন টাপু'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাদেকুর রহমান।

রামু টিভির প্রকাশক এম.এইচ আরমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কণ্ঠশিল্পী ইস্কান্দার মির্জা, শিক্ষক নিরুপমা বড়ুয়া বেবী, জেলা তাতীঁলীগের সহ-সভাপতি আনছারুল হক ভূট্টো, চ্যানেল কক্সের সম্পাদক ও প্রকাশক মনসুর আলম, সাংবাদিক আবুল কালাম সিকদার,  রামু লেখক ফোরামের সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান। 


এছাড়াও রামু টিভি পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামু টিভির ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ, বার্তা সম্পাদক আনিস নাঈমুল, রামু খবর ২৪ এর সম্পাদক কফিল উদ্দিন, রামু টিভির পরিচালনা সম্পাদক মোঃ সাঈদুজ্জামান,  নিউজ প্রেজেন্টার জান্নাতুল নেহা, মো: কাইছার, ইব্রাহিম খলিল, মো:  আবদুল্লাহ, অভিপ্সা মেঘলাসহ প্রমুখ ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, রামু টিভি সমাজের নানা অসঙ্গতি প্রকাশ করে মানুষকে সচেতন করে তুলবে, পাশাপাশি রামুর সব শ্রেণী-পেশার মানুষের কথা তুলে ধরবে এটাই আমাদের প্রত্যাশা।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী