রামুর দু'শিশু শিক্ষার্থী নিখোঁজ
১১ জুন, ২০২৩, 4:04 PM

NL24 News
১১ জুন, ২০২৩, 4:04 PM

রামুর দু'শিশু শিক্ষার্থী নিখোঁজ
নুর মোহাম্মদ, (কক্সবাজার অফিস)
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের দু'জন হেফজ বিভাগের নিখোঁজ শিশু শিক্ষার্থীর সন্ধান পেয়েছেন। রবিবার ১১জুন সকালে বিষয়টি জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবক মহল।
১০ জুন রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বীচে দুই শিশু শিক্ষার্থীর সন্ধান মিলে। পরে স্থানীয় সৈকতের ব্যবসায়ীদের নজরে অাসলে তাদের জিজ্ঞাসা বাদ করে নিরাপদে বাড়িতে পৌছে দেন।তারা হলেন দু'জন কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ধাওনখালী খলিলিয়া ছিদ্দিকীয়া ফয়েজুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। শনিবার ১০ জুন সকালে তারা নিখোঁজ হয়েছিলেন।
শিক্ষার্থীদের পরিচয় কাউয়ারখোপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ফরেস্ট অফিস ডিকপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রাকিব মিয়া (১২) ও একই এলাকার মাহমুদুল হক ফাহিমের ছেলে মছুদুর রহমান রাহী (৯)।
শিশু দুটির অভিভাবকরা জানান- শনিবার, ১০ জুন সকাল ৮ টায় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে রাকিব মিয়া ও মছুদুর রহমান রাহী বাড়ি থেকে বের হয়।
মাদ্রাসার শিক্ষক মাওলানা হারুন জানান- রাকিব ও রাহী এ মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। রাকিব অসুস্থবোধ করলে দুজনই গত বুধবার ছুটি নিয়ে বাড়িতে যান।
রবিবার ১১ জুন তাদের পরিবারের সদস্যরা জানান, দু' শিশু শিক্ষার্থী বর্তমানে তাদের নিজ বাড়িতে পিতা- মাতার সাথ আছেন।