ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

রামুর উমখালী কারিমিয়া মাদরাসার বার্ষিক মাহফিল ২৫ ফেব্রুয়ারি

#

০৪ ফেব্রুয়ারি, ২০২৩,  1:11 PM

news image

নুর মোহাম্মদ,  রামু (কক্সবাজার অফিস) 

অাল্লাহ তা'য়ালার অশেষ রহমতে প্রতি বছরের ন্যায় অাগামী ২৫ ফেব্রুয়ারী, শনিবার উমখালী কারিমিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক দ্বীনি মাহফিলের দিন ধার্য করা হয়েছে।

বার্ষিক সভা অায়োজন উপলক্ষে এক জরুরি পরামর্শ সভা বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারী মাদ্রাসা মিলনায়তনে মাগবিরের নামাযের পর উমখালী কারিমিয়া মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি সাবেক ইউপি সদস্য অালহাজ্ব ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উমখালী কারিমিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক বিশিষ্ট অালেমে দ্বীন হাফেজ মাওলানা মোহাম্মদ ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরঅান তেলাওয়াত মোহাম্মদ সাজ্জাদ।

পরামর্শ সভায় মাদ্রাসা ও বার্ষিক সভার সার্বিক বিষয় নিয়ে অালোচনা করেন মাওলানা মনির উল্লাহ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা অাবছার কামাল, উমখালী  অাজিম উদ্দিন সিকদার পাড়ার সমাজ সর্দার মোহাম্মদ অালী, রামু রাবার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হাসান, এপেক্সক্লাব অব রামু ইউসি সদস্য ও দক্ষিন মিঠাছড়ি নাগরিক ফোরামের সদস্য সাংবাদিক নুর মোহাম্মদ, সাবেক ইউপি সদস্য ফরিদুল অালম, কারিমিয়া মাদরাসার সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম সওদাগর, প্রবাসী ওসমান গনি, নুরুল অালম, বিশিষ্ট খামার ব্যবসায়ী সরওয়ার অালম।

জরুরী পরামর্শ সভায় উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ অালম, মোস্তাক অাহমদ কোম্পানী, মোহাম্মদ অামিন কোম্পানী, অাবদুর রহিম সওদাগর, জাফর অালম, নুরুল হাকিম, অাবুল এহেছান, অারিফ উল্লাহসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ মাদরাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

সভায় উপস্থিত সবার পরামর্শ অনুযায়ী অাগামী ২৫ ফেব্রুয়ারী শনিবার উমখালী কারিমিয়া মাদরাসা ও এতিমখানার বার্ষিক দ্বীনি সভার দিন ধার্য করা হয়েছে। মাদরাসার বার্ষিক সভায় সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন মাদরাসা পরিচালনায় কমিটিসহ এলাকাবাসী।

সভার সফলতা ও এলাকার মরহুম ব্যক্তিদের রুহের অাত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মধ্যম উমখালী হাজীর পাড়া নতুন মসজিদের খতিব ও দক্ষিন মিঠাছড়ি দারুল কোরঅান মাদরাসার শিক্ষক অালহাজ্ব মাওলানা হাবিব উল্লাহ। 

এতে গজল পরিবেশন করেন মাদরাসার ছাত্র মোহাম্মদ তানবীর ও সাইফুল ইসলাম।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী