রামুতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চার ভাইয়ের ঘর
২৫ নভেম্বর, ২০২২, 7:41 PM

NL24 News
২৫ নভেম্বর, ২০২২, 7:41 PM

রামুতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চার ভাইয়ের ঘর
নূর মোহাম্মদ, রামু ( কক্সবাজার অফিস) :: কক্সবাজারের রামুর দক্ষিন মিঠাছড়ির উমখালীতে চারটি বসতঘর আগুনে পুড়ে ছায় হয়ে গেছে। এতে ২৫ লক্ষ টাকার মালামাল আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।
শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে মধ্যম উমখালীর আজিম উদ্দিন সিকদার পাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তরা হলেন, মধ্যম উমখালীর আজিম উদ্দিন পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা হাবিব উল্লাহ, তার ভাই সফি উল্লাহ ও কলঘর বাজার গফুর মাইক সার্ভিসের ছোট ভাই আবছার কামাল ও নুরুল আজিম।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মাওলানা হাবিব উল্লাহ জানান, খাট, ফ্রিজসহ বাড়ির সকল প্রয়োজনীয় আসবাবপত্র সম্পুর্ণ আগুনে পুড়ে ছায় হয়ে গেছে। আমার অপর তিন ভাইয়ের বসতবাড়িও আগুনে পুড়ে যায়। এতে আনুমানিক ২৫ লক্ষ টাকা মালামালের ক্ষতি সাধিত হয়েছে।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আমির হামজা কোম্পানি জানান, চোলার আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনের খবর পেয়ে রামু উপজেলার ফায়ার সার্ভিসের কর্মী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন৷