ঢাকা ০৯ মে, ২০২৫
সংবাদ শিরোনাম
ভারতের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান: আইএসপিআর আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী ভারত-পাকিস্তান ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করল সরকার বেসরকারি অফিসেও ঈদুল আজহার ছুটি ১০ দিন মেট গালায় বাংলার ঐতিহ্য নিয়ে কিং খান কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে ৫৭টি মুসলিম দেশ, চাপে ভারত পাহাড়ের আড়ালে অপহরণের রাজত্ব—ভয়ে কাঁপছে পটিয়ার জনপদ শাপলা চত্বরে নিহত ৯৩ জনের তালিকা প্রকাশ করল হেফাজত ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান, পাল্লা ১২০ কিমি ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ২

রামুতে ৮০ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

#

০২ জুন, ২০২৩,  10:02 PM

news image

নুর মোহাম্মদ, (কক্সবাজার অফিস) 

রামুতে দেশীয় ১টি অস্ত্র ও ৮০ রাউন্ড গুলি, নাম্বার বিহীন ১ টি মোটর সাইকেলসহ ৩ জন কে আটক করেছে পুলিশ। 

২ ই জুন (শুক্রবার) দুপুর ১২.৪৫ মিনিটের সময় কক্সবাজার পুলিশ সুপার মোঃ মাহাফুজুল ইসলাম নির্দেশনায় কক্সবাজার  অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের নেতৃত্বে মিজানুর রহমান, রামু থানার ওসি আনোয়ারুল হুসাইন, ঈদগড় পুলিশ ক্যাম্পের আইসি এস আই ফয়েজুর রহমান, এএস আই এ্যামিলন বড়ুয়া সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা তুলাতুলি ফরেস্ট অফিস এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জন আটক করে, এ সময় আটককৃত দের কাজ থেকে একটি দেশীয় তৈয়ারি এলজি ও ৮০ রাউন্ড গুলি, নাম্বার বিহীন ১ টি মোটর সাইকেল জব্দ করে পুলিশ। 

আটককৃতরা হলেন কচ্চপিয়া ইউনিয়নের ১ নম্বর ওর্য়াড়ের গিলাতলী এলাকার মৃত মোঃ ইসালামের ছেলে আবু নয়ন প্রকাশ সোনা মিয়া (৪৫), একই ইউনিনের গিলাতলী এলাকার মৃত কালা মিয়ার ছেলে আবদুল হাকিম( ৪২) গর্জনীয়া ইউনিয়নের মাঝিরকাটা ৬ নং ওয়ার্ডের  ওসমানের ছেলে মিজানুর রহমান ২৬)

কক্সবাজার  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেলের) মিজানুর রহমান  জানান বলেন গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র  সহ ৩ জন কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করে অাদালতে প্রেরণ করা হয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী