রামুতে ১৩ দোকান- ঘর পুড়ে ছাই: উপজেলা চেয়ারম্যানের ঘটনাস্থল পরিদর্শন
১০ মে, ২০২৩, 7:02 PM

NL24 News
১০ মে, ২০২৩, 7:02 PM

রামুতে ১৩ দোকান- ঘর পুড়ে ছাই: উপজেলা চেয়ারম্যানের ঘটনাস্থল পরিদর্শন
নুর মোহাম্মদ (কক্সবাজার অফিস)
রামু ঈদগড় বাজারে ১৩টি দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকা ক্ষতি। পরিদর্শনে উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।
রামু উপজেলা ঈদগড় ইউনিয়নের ঈদগড় ষ্টেশনে ১০ মে বুধবার সকাল ৬,২০ ঘটিকায় আগুনে প্রায় ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এলাকার জনগন দোকান ও রাইস মিলস আগুন দেখলে সকলে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন বলে জানা গেছে।
পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ করতপ না পেরে ফায়ার সার্ভিসের নিকট খবর পৌঁছালে প্রায় ২ ঘন্টা পর ঈদগড় বাজারে এসে আগুন নিভানোর আগেই স্হানীয় জনগন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন বলে জানা যায়। আগুনে আব্দুল হাই এর অটো রাইস মিল,ইব্রাহিম হিরো এর সারের গোদাম, ফুরকান আহমদের মুদির দোকান, বাদল দে এর সেলুন দোকান, ছৈয়দ হোসেন এর সারের দোকান, ও কীটনাশক, শাহজাহান এর ওয়াকশপ,বোরহান এর হাটওয়ার দোকান সহ ধান, সার, তুষের মিল সহ প্রায় ১৩ টি দোকান বসিভুত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় জনগন ও রাজনৈতিক দলের ব্যক্তিরা জানান এই আগুনে প্রায় ২ কোটি টাকার উর্ধে ক্ষতিগ্রস্হ হয়েছে। এলাকার অনেক অসহায় কৃষক তাদের ধান মজুদ রাখার কারণে এরাও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।
এলাকার জনগন আগুন ক্ষতিগ্রস্হ ব্যবসায়ীদের কে সরকারি ভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন।
আগুনের খবর পেয়ে ছুটে যান রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, সাধরণ সম্পাদক শামসুল আলম মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও রামু প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, যুগ্ম সম্পাদক নুরুল কবির হেলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুচ রানা চৌধুরী, রামু উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মালেক সিকদার, সাংবাদিক হাসান তারেক মুকিম, ঈদগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাংগালী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী নুরুল আলম, সাধারণ সম্পাদক খায়েসুল ইসলাম বাংগালী, সাংবাদিক আবুল কাশেম,
অন্য দিকে পরিদর্শনে আসেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি সহ স্থানীয় বিভিন্ন দলের নেতৃবৃন্দ।