ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

রামুতে সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্রীসহ দুইজন আহত

#

১৮ মার্চ, ২০২৩,  12:02 AM

news image

নুর মোহাম্মদ রামু ( কক্সবাজার) 

রামুতে সন্ত্রাসী হামলায়  কলেজ পড়ুয়া ছাত্রীসহ দুইজন গুরুতর  আহত। ঘটনাটি ঘটেছে  চাকমারকুল ইউনিয়নের উত্তর ফারিকুল হিন্দু পাড়া এলাকায়।  আহতদের ছেলে বাবু শর্মা জানান গত ১৬ই মার্চা সকাল ১০ টার সময়  মাটির চুলা সংস্কার করার জন্য আমার ছোট বোন কক্সবাজার সিটি কলেজে পড়ুয়া  প্রথম বর্ষের ছাত্রী মিলি শর্মা বাড়ির পাশে পুকুর থেকে মাটি আনার জন্য গেলে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে লোহার রড় ও কাঠের  বাটাম দিয়ে  আমার বোন কে মারধর করে শরীরের বিভিন্ন জাগায়  গুরুতর  আহত করে । ঘটনার খবর পেয়ে বোন মিলি শর্মা কে উদ্ধার করার জন্য  আমার  বয় বৃদ্ধ মাতা রুমি শর্মা (৭০) ঘটনাস্থলে গেলে তাকেও একই কায়দায়  তারা মারধর করে শরীরের বিভিন্ন জাগায় গুরুতর আহত করে।  স্থানীয় মহিলা মেম্বার গোলজার বেগম সন্ত্রাসীদের কবল থেকে  আমার মা ও বোন কে উদ্ধার করে  রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  প্রাথমিক চিকিৎসা করে,  রোগীর অবস্থা অবনতি হওয়ায়  উন্নত  চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে । আহতরা বর্তমানে   কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

স্থানীয় এলাকাবাসী জানান চাকমারকুল ইউনিয়নের উত্তর ফারিকুল হিন্দু পাড়া এলাকার মূত অরুণ শর্মা প্রকাশ সাহেব্বার ছেলে ছোটন শর্মা, সন্তোষ শর্মা, মদন শর্মা , রাজিব,শর্মা, তাদের স্ত্রী রুবি শর্মা, রুপনা শর্মা,রুমি শর্মা, সবাই মিলে মৃত অজিত শর্মার স্ত্রী ও ছেলে মেয়েদের উপর দীর্ঘদিন ধরে অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে শুধুমাত্র তাদের বসতবাড়ি দখল করার জন্য , কয়েকবার স্থানীয়ভাবে আমরা উভয় পক্ষ কে নিয়ে সমস্যা সমাধান করি। কিন্তু তারা বার বার অসহায় এই পরিবারের উপর নির্যাতনের  মাত্রা আরো বাড়িয়ে দেয়। হামলারা কারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট দাবি জানান স্থানীয়রা।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী