রামুতে মিলল ব্রিটিশ যুগের খুটি
১৫ ডিসেম্বর, ২০২২, 10:56 PM

NL24 News
১৫ ডিসেম্বর, ২০২২, 10:56 PM

রামুতে মিলল ব্রিটিশ যুগের খুটি
নূর মোহাম্মদ, রামু : কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়ন থেকে ব্রিটিশ যুগের একটি খুটি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে জোয়ারিয়ানালা ৩নং ওয়ার্ডের নন্দখালী গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চত করেছেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, জোয়ারিয়ানালা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নন্দখালী বড় পাড়ার আজিজুর রহমানের বাড়ির পাশে স্থানীয় আবদুল্লাহ নামে এক ব্যক্তি প্রথমে খুটিটি দেখতে পান । এলাকাবাসী জড়ো হয়ে খুটিটি জনে জনে দেখেন, পরে খবর পেয়ে পুলিশ এসে খুটিটি উদ্ধার করেন।
স্থানীয় চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স বলেন, বসতবাড়ির মাটিতে ব্রিটিশ যুগের একটি আশ্চর্যজনক বস্তু দেখা গেছে জেনে বিষয়টি পুলিশকে অবগত করি, পরে পুলিশ এসে বস্তুটি উদ্ধার করেন এরপর জানা যায় এটি ব্রিটিশ যুগের একটি খুটি।