রামুতে পরিক্ষার্থীদের খাবার পানি দিলেন ছাত্রলীগ
০১ মে, ২০২৩, 2:16 AM

NL24 News
০১ মে, ২০২৩, 2:16 AM

রামুতে পরিক্ষার্থীদের খাবার পানি দিলেন ছাত্রলীগ
আনিস নাঈমুল হক, রামু ( কক্সবাজার)
রামুতে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সুপেয় পানি বিতরণ করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।
রোববার (৩০ এপ্রিল) সকাল থেকে কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গাজী নাজমুল হক এর পক্ষ থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের সুপেয় পানি ও তথ্যসেবা প্রদান করা হয়।
এ ব্যাপারে গাজী নাজমুল হক বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের সাধারণ শিক্ষার্থীদের সংগঠন। প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। পরীক্ষা কেন্দ্রে নানা ধরনের বিড়ম্বনার শিকার হয় পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রে সিট খুঁজে পাওয়া, হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেলে তাদের প্রাথমিক সেবা প্রদান ছাত্রলীগের পক্ষ থেকে এই শিক্ষার্থী সহায়তা ও তথ্যসেবা প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাবে বাংলাদেশ ছাত্রলীগ।
এতে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা কামরুস সরওয়ার, শাহেদ সহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।