ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

রামুতে ছাত্রলীগ কর্মীকে হত্যাচেষ্টা মামলার আসামী কারাগারে

#

১০ মে, ২০২৩,  10:09 PM

news image

রামু প্রতিনিধি ( কক্সবাজার) 

রামুতে ছাত্রলীগ কর্মীকে হত্যাচেষ্টা মামলার আসামী নজিবুলকে হাজতে প্রেরণ করেছে আদালত। 

জানা যায়, ব্যবসায়ীক কাজ শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগ কর্মী হুমায়ুন বিন কাশেম হিরোকে হত্যার উদ্দেশ্য অতর্কিত হামলা করেন। এঘটনায় গত ২ এপ্রিল হিরো বাদী হয়ে দুইজনকে আসামী করে রামু থানায় একটি এজাহার দায়ের করেন যার মামলা নং জি আর ১৪৬/২৩।

মামলা রুজুর পরবর্তী দীর্ঘদিন ধরে নজিবুল পলাতক ছিল। একমাস পর গত ২ মে (মঙ্গলবার) কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১ নং আসামী নজিবুল হাজির হলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে আসামীকে কারাগারে প্রেরণ করেন।

মামলার বাদী হুমায়ুন বিন কাসেম হিরো বলেন, আসামি নজিবুল একজন উগ্রবাদী লোক সেটা স্থানীয় লোকজন এবং এলাকার চেয়ারম্যান ও এমউপি সদস্য সকলে জানেন। সে ফৌজদারি অপরাধ করেছে তাই সমাজের চোখে এবং আইনের চোখে অপরাধী। আমি একজন আইনের ছাত্র তাই আইনের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে উক্ত মামলাটি করেছিলাম। আদালতের প্রতি আমার দৃঢ বিশ্বাস ছিলো আমি ন্যায় বিচার পাবো এবং আমি সেটি পেয়েছি। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমার পাশে থেকে সার্বক্ষণিক সহযোগিতা করেছে।

 বাদী পক্ষের আইনজীবী এড. ফারহান খালিদ জানান, আসামী নজিবুলের বিরুদ্ধে দন্ডবিধি - ৩৪, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৪১, ৩৭৯, ৪২৭ ও ৫০৬ ধারায় অভিযুক্ত রয়েছে। 

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রামু উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন সরওয়ার কাজল বলেন, আইনের চোখে অপরাধী সর্বদা অপরাধী। আইনের চেয়ে কেউ বড় না।সন্ত্রাসী নজিবুল একজন হত্যাচেষ্টা মামলার আসামী হয়েও সে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চেয়েছিলো। দেশের আইন বিভাগ এখনো নিরপেক্ষ আছে বলে সে আইন থেকে পার পায়নি।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী