রাতে অনেকের ঘুম হয়নি : চঞ্চল চৌধুরী
১৯ ডিসেম্বর, ২০২২, 4:14 AM

NL24 News
১৯ ডিসেম্বর, ২০২২, 4:14 AM

রাতে অনেকের ঘুম হয়নি : চঞ্চল চৌধুরী
স্বপ্নের বিশ্বকাপ এখন মেসির হাতে। নাটকীয় পেনাল্টিতে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে শেষ হাসি হেসেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। দল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মেসি জিতেছেন গোল্ডেন বুট। মেসি ও আর্জেন্টিনার একজন ভক্ত বাংলাদেশের শোবিজের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী।
প্রিয় দলের প্রতিটি খেলাই দেখেছেন চঞ্চল। ফাইনালও মিস করেননি তিনি। নাটকীয়তার পর আর্জেন্টিনা জেতার পর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন চঞ্চল। রোববার দিবাগত রাত ১টা ৪০মিনিটে তিনি তার ফেসবুকের ভেরিফাইড প্রোফাইলে এমনই একটি উচ্ছ্বাসমাখা পোস্ট করেছেন এই তারকা। পোস্টে তিনি লিখেছেন, আজ রাতে অনেকেরই ঘুম হবে না। কারো আনন্দে,কারো কষ্টে…..ঘটনা সত্য!!!