রাজশাহীতে ১৬ জুয়াড়ি গ্রেফতার
১১ মার্চ, ২০২২, 4:19 PM

NL24 News
১১ মার্চ, ২০২২, 4:19 PM

রাজশাহীতে ১৬ জুয়াড়ি গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি : রাজশাহীতে বৃহস্পতিবার দিনগত রাতে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডি কড়ইতলা এলাকায় জুয়া খেলার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছি পুলিশে ।
গ্রেফতারকৃতরা হলেন- আবু তালেব (৪০), মো. রবিউল (৫৫), মো. রফিকুল (৪২), রবিউল ইসলাম (৩৮), মো. রেজা (৫০), আব্দুল মজিদ (৩২), আনিসুর রহমান (৩২), মতিউর রহমান (৩৫), লালন (৪৫), মো. শামীম (৩৬), তুহিন আলী (৪১), আব্দুর রশিদ (৫০), দেলোয়ার হোসেন (৩৬), শহিদ ইসলাম (৩৩), মনির হোসেন মোহন (৩১), আব্দুল্লাহ আল মামুন (৩৩) ও রাজিব আহম্মেদ (৩৮)। মেহেরচণ্ডি ও আশপাশের এলাকায় তাদের বাড়ি।
মহানগর ডিবি পুলিশের উপকমিশনার (ডিসি) আরেফিন জুয়েল জানান, জুয়া খেলার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে জুয়া খেলার সাত সেট তাস ও নগদ ১৫ হাজার ৪৬০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হয়েছে।