রাজশাহীতে র্যাব পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় আটক ৩
২৭ এপ্রিল, ২০২২, 8:31 PM

NL24 News
২৭ এপ্রিল, ২০২২, 8:31 PM

রাজশাহীতে র্যাব পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় আটক ৩
নিজস্ব প্রতিনিধি : রাজশাহীতে মঙ্গলবার রাতে র্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় তিনজনকে আটক করেছে মহানগরীর পবা থানা পুলিশ। তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নয়ন ইসলাম (২৯), মো. জাহিদ ও মো. মানিক (৩৫)।
নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আকবর আলী নামের এক ব্যক্তি মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে পবা থানার চৌবাড়িয়া জসইতলা বিলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি নিজেদের র্যাব পরিচয় দিয়ে আকবর আলীকে আটকের চেষ্টা করে। আকবর আলী ভয় পেয়ে পালানোর সময় পাশের পাট ক্ষেতে পরে গেলে ভুয়া র্যাব পরিচয়দানকারী ব্যক্তিরা তাকে ধরে ফেলে। এরপর তার কাছে থাকা একটি মোবাইলফোন কেড়ে নেয় এবং ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে মাদক মামলা দিয়ে চালান দিবে বলে হুমকি ও ভয়ভীতি প্রদান করে। টাকা দিতে না পারায় আকবর আলীকে সেখানে তারা প্রায় ২-৩ ঘন্টা আটকে রেখে মারপিট করে।
আকবর আলী ভয়ে চিৎকার করলে পবা থানার টহল পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ওই তিনজনকে আটক করে। ঘটনার সময় আরও দুইজন কৌশলে পালিয়ে যায়।