রাজধানীর মিরপুরে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে,নিহত ২
২৫ মার্চ, ২০২২, 2:29 PM

NL24 News
২৫ মার্চ, ২০২২, 2:29 PM

রাজধানীর মিরপুরে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে,নিহত ২
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর মিরপুরের রূপনগর থানাধীন বেড়িবাঁধ এলাকায় পেপসি কোম্পানীর সামনে একটি ট্রাকের সঙ্গে অপর একটি ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাদল (৪৫) ও রফিক (২২) নামে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় ফয়সাল (১৯) ও সেলিম (২৬) নামে আরও দুই জন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
তাদের উদ্ধার করে নিয়ে আসা পথচারী জিলানী বলেন, রূপনগর বেড়িবাঁধ এলাকায় বালু বোঝাই ট্রাক ও পেপসি কোম্পানীর ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালু বোঝাই ট্রাকের চালক ও লেবার মারা যায়। এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছে। ঢাকা মেডিক্যালে তাদের চিকিৎসা চলছে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সকালে দুর্ঘটনায় আহত ঢামেকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। লাশ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহত দুজনের ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে।