রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯৪
০৪ ফেব্রুয়ারি, ২০২২, 3:15 PM

NL24 News
০৪ ফেব্রুয়ারি, ২০২২, 3:15 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯৪
নিজস্ব প্রতিনিধি : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে হেরোইন-ইয়াবা এবং অন্যান্য মাদকদ্রব্যসহ রাজধানী থেকে ৯৪ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বলেছেন, অভিযানে তাদের কাছ থেকে আট হাজার ২৬৫ পিস ইয়াবা, ৯৫৬.৮ গ্রাম ৪০৫ পুরিয়া হেরোইন, ১৬৬ কেজি ৫৪০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা এবং দুই বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।