রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু
২১ এপ্রিল, ২০২২, 2:56 PM
NL24 News
২১ এপ্রিল, ২০২২, 2:56 PM
রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাতে রাঙামাটি কাপ্তাইয়ের নৌবাহিনী সড়কে বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম পরিচয় তাৎক্ষনিক জানান যায়নি।
তিনি বলেন, কাপ্তাইয়ের নৌবাহিনী সড়কে বন্যহাতির পাল নামে। এসময় অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন এক নারী হাতির সামনে পড়ে যায়। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাহীনুর রহমান জানান, কাপ্তাই উপজেলার ৪ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ সাথে আলাপ আলোচনা করে তার দাফনের ব্যবস্থা করা হয়েছে।