রমজান ও আসন্ন ঈদে সড়কে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা - রামু থানার ওসি দেওয়ান
১৩ মার্চ, ২০২৪, 8:08 PM

NL24 News
১৩ মার্চ, ২০২৪, 8:08 PM

রমজান ও আসন্ন ঈদে সড়কে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা - রামু থানার ওসি দেওয়ান
কক্সবাজার অফিস:
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদে মহাসড়কে মানুষের নিরাপত্তা জোরদার, প্রাণহানীরোধ ও যানজট নিরসনের লক্ষ্যে কক্সবাজারের রামুতে পরিবহন সংশ্লিষ্টদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মার্চ) রামুর ফুটবল চত্বর এলাকায় "মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ ও যানচলাচলে শৃংখলা" এই বিষয়ের উপর আলোচনা হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রামু থানার ওসি মো. আবু তাহের দেওয়ান।
তিনি জানান, রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে মানুষের নিরাপত্তা, প্রাণহানী রোধ, অবৈধ গাড়ি পাকিং ও সড়কে যানজট নিরসনের লক্ষ্যে কাজ করছে পুলিশ। সেই সাথে দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ওসি আবু তাহের দেওয়ান আরও জানান, কক্সবাজার জেলার জন্য রামু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা। এখানে নানা কারণে পর্যটকরা ভ্রমণে আসেন। তাই পর্যটক ও সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সড়কে শৃঙ্খলা ফেরাতে হবে। রামু চৌমুহনী চত্ত্বর,কাঁচাবাজার ও ফুটবল চত্ত্বরের যানজট নিরসন করতে হবে । তাই অবৈধ গাড়ি পাকিং, যত্রতত্র যাত্রী উঠানামা না করানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি । পাশাপাশি সড়কে বিশৃঙ্খলাকারীদের ২০১৮ সনের সড়ক পরিবহন আইন অনুযায়ী শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উক্ত অনুষ্টানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- রামু হাইওয়ে থানার ওসি আজিজুল বারী , ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন, রামু ট্রাফিক জোনের টিআই পলাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন এলাকার পরিবহন শ্রমিক, গাড়ির ড্রাইভার, গাড়ির মালিক, লাইনম্যান ও মালিকদের বিভিন্ন লোকজন।