রমজান উপলক্ষে চালের দাম বাড়বে না : খাদ্য সচিব
১৬ ফেব্রুয়ারি, ২০২২, 2:35 PM

NL24 News
১৬ ফেব্রুয়ারি, ২০২২, 2:35 PM

রমজান উপলক্ষে চালের দাম বাড়বে না : খাদ্য সচিব
অনলাইন ডেস্ক : আসন্ন রমজানকে উপলক্ষ করে চালের দাম বাড়বে না বলে মন্তব্য করেছেন খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আসন্ন রমজানে চাল ও সবজির দাম সর্বকালের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে মতামত জানতে চাইলে খাদ্য সচিব বলেন, রমজান উপলক্ষে আমি নিশ্চয়তা দিতে পারি, চালের দাম বাড়বে না।
কারণ খাদ্যবান্ধব কর্মসূচি মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে। ৫০ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে। তাহলে আর চালের দাম বাড়বে না ওই সময়ে ( রমজানে)।
‘এরপরও যদি আমরা দাম বৃদ্ধির অবস্থা দেখি, তাহলে ওএমএস আরও বাড়িয়ে দেবো। খাদ্যের বিষয়ে সরকারের কার্পণ্য নেই। খোলা বাজারে বিক্রয়টা আরও বাড়িয়ে দেবো।’ তিনি বলেন, আমরা কৃষকদের ন্যায্য মূল্য দিতে চাই। আমরা খুশি, কৃষক ভালো দাম পাচ্ছেন। যদি প্রয়োজন হয় জনস্বার্থে বা ভোক্তাদের স্বার্থে সরকার সরু চাল আমদানি করবে।
চালের দাম বাড়বে না বলতে মোটা চালকে বোঝাচ্ছেন কিনা- এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ভোক্তার স্বাচ্ছন্দ্যের জন্য সরু চাল আমদানি করা হবে। তবে এখনই আমদানিতে যাচ্ছি না।
কারণ কে বা কারা প্রমাণ করতে চাচ্ছে যে দেশে এতো খাদ্য উদ্বৃত্তের কথা বলা হচ্ছে তারপরও আমদানি হচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক খাদ্য সংস্থা (ইউএসডি) বলেছে, আমাদের উৎপাদন ভালো, তারপরও আমদানি করতে হবে।