যুবলীগ নেতাদের উপর সন্ত্রাসী হামলার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে-বদিউল আলম
নিজস্ব সংবাদদাতা
২১ এপ্রিল, ২০২২, 8:07 PM

নিজস্ব সংবাদদাতা
২১ এপ্রিল, ২০২২, 8:07 PM

যুবলীগ নেতাদের উপর সন্ত্রাসী হামলার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে-বদিউল আলম
পটিয়াঃ- চট্টগ্রামের পটিয়া উপজেলা যুবলীগের ৩ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ সমাবেশে যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেছেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই এখনো পর্যন্ত চুপ মেরে আছি। যুবলীগের ৩ নেতার উপর জামাত শিবিরের এজেন্টরা পরিকল্পিত ভাবে ব্রাশ ফায়ার চালিয়ে হত্যার চেষ্টা করেছে। বর্তমান সরকার ক্ষমতায় থাকলেও বিএনপি জামায়াত, সর্বহারা লোকদের তান্ডব চলছে পটিয়ায়। যুবলীগ নেতাদের উপর সন্ত্রাসী হামলার দাঁত ভাঙ্গা জবাব দিবে পটিয়ার মানুষ। আমি আমার ভাইদেরকে হত্যা চেষ্টা কারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
বৃহস্পতিবার পটিয়া উপজেলা যুবলীগের ৩ নেতা ডি.এম জমির উদ্দিন, সাইফুল ইসলাম, ইকবাল ও আরিফের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন তিনি।
সমাবেশে দক্ষিণ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ কে এম আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সামশুদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭৫ পরবর্তী ছাত্রলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদ, সাবেক পৌর কাউন্সিল হাসান মুরাদ, সাহাবুদ্দিন, পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল ইমরান, উপজেলা মৎসজীবিলীগের আহাবায়ক সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমেদ বলেন, আওয়ামী রাজনীতর কুটি উপজেলা যুবলীগের ৩ নেতাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে হুইপ সামশুলের অনুসারীরা।
তিনি বলেন, বিএনপি জামায়াতের এজেন্ট হুইপ পরিবার পটিয়ার মানুষকে আজ জিম্মি করে শোষণ করছে। পটিয়ার মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। হুইপ সামশুকে পটিয়া থেকে সীগ্রই তাড়ানো হবে। তিনি অবিলম্বে পটিয়া যুবলীগের অতন্দ্র প্রহরীদের হত্যা চেষ্টাকারীদের গ্রেফতারে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সাবেক ছাত্রনেতা আজিজুল হক মানিকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষকলীগের পটিয়া উপজেলার সাধারন সম্পাদক মো. ছৈয়দ, দক্ষিণ জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য দিদারুল হক জসিম, মৎসজীবিলীগের যুগ্ন আহাবায়ক ছুটন, উপজেলা শ্রমীক লীগের সাবেক সহ সাধারন সম্পাদক নুরুল আবসার খোকন, শ্রমীকলীগের সহ সভাপতি সাইফুদ্দিন ভোলা, দক্ষিন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফরহাদ, আনোয়ার হোসেন, আব্দুল কাদের, উজ্জল ঘোষ, হাসান শরীফ, তৌহিদুল ইসলাম জুয়েল, সাইফুল ইসলাম জুয়েল, সসাব্বির আহমেদ, সাজ্জাদ হোসেন, করিম, আমান, ফজল দৌলতী, সাকিব প্রমুখ।