ঢাকা ১৪ জুন, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লামা ইমাম হায়াত নির্বাচনী সময়সূচি পরিবর্তনকে স্বাগত এবং গণতান্ত্রিক পরিবেশ ও ডিজিটাল ভোটিংয়ের দাবি জানিয়েছেন পটিয়া বিএনপির দলীয় কোন্দল চরমে, ইদ্রিস মিয়ার বক্তব্য ঘিরে আবারো এনাম অনুসারীদের বিক্ষোভ "ইদ্রিস মিয়ার বক্তব্য ঘিরে সড়কে বিক্ষোভ এনাম অনুসারীদের" দুই শতাধিক যাত্রী নিয়ে ভারতে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা “দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজরা অফিস দখল করেছে” — ইদ্রিস মিয়া ফিলিস্তিন রাষ্ট্রের জন্য মুসলিম দেশগুলোর ভূমি ছাড়া উচিত: মার্কিন রাষ্ট্রদূত দেশে যেসব হাসপাতালে মিলবে করোনা পরীক্ষার সুবিধা "সুন্দর ও সমৃদ্ধ পটিয়া গড়তে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিসীম"-আনোয়ারুল আলম চৌধুরী চট্টগ্রামে জুলাই শহীদ পরিবারের পাশে এনসিপি: ঈদের আনন্দে কোরবানির পশু উপহার লন্ডনে তারেকের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হচ্ছে: ফখরুল

যুবককে হাতুড়ি দিয়ে পেটালেন ছাত্রলীগ নেতা

#

নিজস্ব সংবাদদাতা

০৭ জুন, ২০২৫,  9:59 PM

news image

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-  চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মো: শাহজমির কতৃক এক যুবককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ ওঠেছে।

আহত মোহাম্মদ হাসান (২৬) পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ সেলিমের পুত্র। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। হাতুড়ির আঘাতে যুবক হাসানের কান, হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

ঈদের দিন (শনিবার) দুপুর ১টার দিকে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ছবির মার্কেট এলাকায় এ ঘটনা।

জানা গেছে, জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক শাহজমির পটিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি শামসুল আলমের আপন চাচতো ভাই। আহত হাসানের বাড়িও একই এলাকায়। ৭-৮ মাস পুর্বে হাসান ও শাহজমিরের মধ্যে দ্বন্ব হয়। এরপর থেকে হাসান ভয়ে বাড়ি ছেড়ে চট্টগ্রাম শহরে চলে যায়। কোরবান উপলক্ষে হাসান বাড়ি এলে শনিবার সকালে ঈদের নামাজ পড়ে ছবির মার্কেট এলাকায় গেলে শাহজমিরের নেতৃত্বে ৭-৮ জন তার উপর অর্তকিত হামলা চলান।  এসময় তাদের হাতে থাকা হাতুড়ি দিয়ে যুবক হাসানকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। পরে স্থানীয় লোকজন হাসানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

হামলার শিকার মোহাম্মদ হাসান জানিয়েছেন, তাদের বাড়ি এলাকায় নেশা করতো বেশ কিছু যুবক। এ কাজে বাঁধা দেওয়ার কারনে প্রতিবেশি শাহজমিরসহ কয়েকজনের সঙ্গে তার বিরোধ হয়। ঈদের দিন তাকে একা পেয়ে শাহজমিরের নেতৃত্বে শাকিল, আসাদুজ্জামান আসাদ, নেছার, শুক্কুরসহ ৭-৮জন হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা শাহজামিন জানান, ঈদের নামাজ পড়ে চট্টগ্রাম শহরে ফিরে গেছেন।  কারো সাথে তার মারামারি হয়নি বলে প্রতিবেদককে জানান।

পটিয়া কালারপুল পুলিশ ফাঁড়ির এসআই বাতেন জানিয়েছেন, ঈদের দিন হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার কোন সংবাদ তিনি পাননি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী