যারা টাকা দিয়েছে তারাই চেয়ারম্যান হয়েছে: আবদুল কাদের মির্জা
০৮ ফেব্রুয়ারি, ২০২২, 11:50 AM

NL24 News
০৮ ফেব্রুয়ারি, ২০২২, 11:50 AM

যারা টাকা দিয়েছে তারাই চেয়ারম্যান হয়েছে: আবদুল কাদের মির্জা
নিজিস্ব প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ৭ম ধাপের ইউপি নির্বাচনকে সাজানো’ আখ্যায়িত করছেন।
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আজকের নির্বাচন ওবায়দুল কাদের সাহেবের প্রশাসনের সাজানো। তিনি ভাগিনাদের জন্য এমন খেলা খেলেছেন। যারা টাকা দিয়েছে তারাই চেয়ারম্যান হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ অভিযোগ করেন।
লাইভে কাদের মির্জা বলেন, আমি খুব কষ্ট পেয়েছি। আসলে আমাদের জন্য রাজনীতি আসেনি। ওবায়দুল কাদের সাহেবের কোনো সন্তান নেই। আমার ছেলেকে দুইবার আঘাত করেছে। ওবায়দুল কাদের হিংস্র। তিনি একবারও দুঃখ প্রকাশ করেননি।
কাদের মির্জা আরও বলেন, সত্য বচন অনেক কঠিন কাজ। আমি কারও রক্তচক্ষুকে ভয় পাই না। যতদিন বাঁচব ততদিন সত্য কথা বলে যাব। সত্য কথা থেকে কেউ আমাকে সরাতে পারবে না।