যাত্রাবাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা
২৭ ফেব্রুয়ারি, ২০২২, 1:45 AM

নিজস্ব সংবাদদাতা
২৭ ফেব্রুয়ারি, ২০২২, 1:45 AM

যাত্রাবাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
হাবিবুর রহমান বাবু:- র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় আজ সকালে একটি অভিযান পরিচালনা করেন।প্রায় দুই ঘণ্টার অভিযানে সেখান থেকে আনুমানিক ৬,০১,৮০০/- (ছয় লক্ষ এক হাজার আটশত) টাকা মূল্যের ২০০৬ (দুই হাজার ছয়) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম মোঃ মিজান (৩৩), রিপকাতুন জান্নাত (২৭), মোঃ আব্দুল বাসেদ (৩২) ও মোঃ আবুর কালাম বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ৭টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ- ৩২,০০০/- (বত্রিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।গোপন সূত্রে খবর পেয়ে এ অভিযান চালায় বলে জানায় র্যাব।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।