ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

ময়মনসিংহে ১৯ জন মহিলা পেলেন বীর মুক্তিযোদ্ধা সম্মাননা

#

১৫ ফেব্রুয়ারি, ২০২২,  7:06 PM

news image
বীর মুক্তিযোদ্ধা সম্মাননা

নিজস্ব প্রতিনিধি : আজ মঙ্গলবার সকাল ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তাদেরকে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করা হয়। 

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৪ জনসহ মোট ১৯ জন মহিলা পেলেন বীর মুক্তিযোদ্ধা সম্মাননা।

সম্মাননাপ্রাপ্ত ফুলপুর উপজেলার ৪ জন মহিলা বীর মুক্তিযোদ্ধা হলেন ময়মনা খাতুন, রেজিয়া খাতুন, সাহেরা খাতুন ও সালেহা খাতুন। (সাহেরার  পক্ষে  তার ছেলে সাহেদ আলী ও সালেহা খাতুনের পক্ষে তার নাতনী মিনা আক্তার সম্মাননা গ্রহণ করেন।)

এছাড়া হালুয়াঘাটের পয়রবী খাতুন, আয়েশা খাতুন, নূরজাহান খাতুন, ফাতেমা খাতুন, রুমেছা খাতুন দুঃখু, রহিমা খাতুন ও জাহেরা খাতুনসহ সাতজনকে, ময়মনসিংহ সদরের  রাজিয়া আক্তার কমলাসহ পাঁচজনকে, মুক্তাগাছার গীতা ঋষি এবং গফরগাঁওয়ের মমতাজ বেগম ও চিনু রাণী দাসসহ ১৯ জন মহিলা মুক্তিযোদ্ধা ও বীরমাতা বীরাঙ্গনাদেরকে সম্মাননা প্রদান করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর  আয়োজন করে।

উল্লেখ্য, এর আগে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা বীর মুক্তিযাদ্ধা সম্মাননা'  ২০২২ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  আ ক ম মোজাম্মেল হক এমপি। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি এতে সভাপতিত্ব করেন। এসময়  ময়মনসিংহ জেলা প্রশাসক  সম্মেলন কক্ষ হতে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার ফজলে রাব্বি, বাংলাদেশ আওয়ামী লীগ মহানগর, ময়মনসিংহ শাখার সভাপতি মো. এহতেশামুল আলম, সাংবাদিক এটিএম রবিউল করিম রবি  প্রমুখ।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী