ময়মনসিংহে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই যাত্রী নিহত
২৭ এপ্রিল, ২০২২, 11:38 AM

NL24 News
২৭ এপ্রিল, ২০২২, 11:38 AM

ময়মনসিংহে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই যাত্রী নিহত
নিজস্ব প্রতিনিধি : বুধবার সকাল পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের বাগুন্দা মোড় নামক স্থানে তারাকান্দায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের জানান, সকালের দিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাগুন্দা মোড় নামক স্থানে আসতেই বিপরীত দিক আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী মারা যান। এ ঘটনায় আহত হয় আরও পাঁচ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তিনি আরও জানান, নিহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি। তবে নিহত নারীর বয়স আনুমানিক (৫০) হবে ও নিহত পুরুষের বয়স ৩০ বছর হবে। গাড়ি দু'টি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে।