মোবাইল ফোনে ডেকে এনে হত্যা
১৬ ফেব্রুয়ারি, ২০২২, 9:49 AM

NL24 News
১৬ ফেব্রুয়ারি, ২০২২, 9:49 AM

মোবাইল ফোনে ডেকে এনে হত্যা
নিজস্ব প্রতিনিধি : বগুড়া শহরে এডওয়ার্ড পৌর পার্কে মোবাইল ফোনে ডেকে এনে মো. মিরাজ (২৫) নামে এক অটোরিকশার মেকানিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানান, মিরাজ বগুড়া শহরের বৃন্দাবনপাড়া দক্ষিণপাড়ার আবদুর রহমানের ছেলে। তিনি পেশায় অটোরিকশার মেকানিক। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে দুর্বৃত্তরা তাকে মোবাইল ফোনে এডওয়ার্ড পৌর পার্কে ডেকে আনে। বাকবিতণ্ডার একপর্যায়ে তারা মিরাজের হাতের নিচে বুকে পরপর দুটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই শামীম আহম্মেদ জানান, পার্কে থাকা জনগণ রক্তাক্ত অবস্থায় মিরাজকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি সেলিম রেজা জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জের ধরে দুর্বৃত্তরা ওই যুবককে ফোনে পৌর পার্কে ডেকে এনে ছুরিকাঘাতে হত্যা করেছে। লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।