মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত
০৮ মার্চ, ২০২২, 9:39 AM

NL24 News
০৮ মার্চ, ২০২২, 9:39 AM

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত
নিজস্ব প্রতিনিধি : পঞ্চগড়ে সোমবার রাতে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বটতলী এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহেন্দ্রের পিছনে ধাক্কা দেয়ায় দুই কিশোর নিহত হয়েছে।
নিহতরা হলেন- বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের সমলুরহাট চানাড়া গ্রামের নয়ন ইসলামের ছেলে মুন্না ইসলাম (১৬) এবং একই এলাকার লাভলু ইসলামের ছেলে রায়হান (১৭)।
বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, বোদা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল মুন্না ও রায়হান। বোদা-দেবীগঞ্জ সড়কের চন্দনবাড়ি বটতলী এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মহেন্দ্রর পেছনে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় মারা যান। বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলতি মহেন্দ্রটি জব্দ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।