মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু
০১ মে, ২০২২, 11:22 AM

NL24 News
০১ মে, ২০২২, 11:22 AM

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : শনিবার রাতে জয়পুরহাটে পুরানাপৈল-হিলি বাইপাস সড়কে দুই বন্ধু ঘুরতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোসাদ্দেক হোসেন শিমুল (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু শান্ত (২০) গুরুতর আহত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান।
নিহত মোসাদ্দেক হোসেন শিমুল জয়পুরহাট পৌর শহরের পাঁচুরচক মহল্লার কদ্দুস ফকিরের ছেলে। সে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আহত শান্ত আরাম নগর মহল্লার সমির উদ্দিনের ছেলে।
ওসি আলমগীর জাহান জানান, রাতে শিমুল ও শান্ত দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পথে পুরানাপৈল-হিলি বাইপাস সড়কের পারুলিয়া ফকির পাড়া এলাকায় আসলে শিমুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওই মোটরসাইকেলে থাকা শান্ত গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান তিনি।