মেহেরপুরে সাত-সকালে সড়কে গেল দুই প্রাণ
২৪ মার্চ, ২০২২, 10:41 AM

NL24 News
২৪ মার্চ, ২০২২, 10:41 AM

মেহেরপুরে সাত-সকালে সড়কে গেল দুই প্রাণ
নিজস্ব প্রতিনিধি : আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামে দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত হয়েছে।
নিহতরা হলেন ট্রাক চালক পাবনা জেলার সাথিয়া উপজেলার সলদানাচর গ্রামের হাসেম ব্যাপারীর ছেলে শাহাদত হোসেন (৪৫) ও ট্রাকের হেলপারএকই এলাকার নাগডেমরা গ্রামের মোজাহার আলীর ছেলে ফারুক হোসেন (৪২)।
স্থানীয়রা জানায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুরাতন দরবেশপুরে রাস্তার পাশে দাঁড়ানো একটি সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানের (ট্রাক) পিছনে ধাক্কা দেয়। এসময় মিনি ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও হেলপর নিহত হয়। পরে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ট্রাক কেটে চালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে নেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতার শাহ মো. দ্বারা খান পিপিএম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।