মেহেন্দিগঞ্জে ঝড়ে ১৫ ঘর ক্ষতিগ্রস্ত, নিহত ২
২০ এপ্রিল, ২০২২, 10:55 PM

NL24 News
২০ এপ্রিল, ২০২২, 10:55 PM

মেহেন্দিগঞ্জে ঝড়ে ১৫ ঘর ক্ষতিগ্রস্ত, নিহত ২
নিজস্ব প্রতিনিধি : বুধবার বিকেল ৫টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের গাগুরিয়া গ্রামে আকস্মিক কালবৈশাখী ঝড়ে কাঁচা ঘর চাপা পড়ে রুস্তুম আলী হাওলাদার এবং তার পুত্রবধূ জয়নব বিবি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
তারা পাশ্ববর্তী শ্রীপুর এলাকার বাসিন্দা। নদী ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে গাগুরিয়া এলাকার একটি চরে অস্থায়ীভাবে বসবাস করছিলেন তারা।
মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুন্নবী জানান, গাগুরিয়া নদী তীরবর্তী একটি চর। বিকেল ৫টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে ওই চরের অন্তত ১৫টি ঘর ক্ষতিগ্রস্থ হয়। এর মধ্যে একটি ঘরে চাপা পড়ে ওই দুই জন নিহত হয়।
তারা আলিমাবাদ ইউনিয়নের চরে ঘর তুলে বসবাস করলেও পার্শ্ববর্তী শ্রীপুর ইউনিয়নের মিয়ারচরের স্থায়ী বাসিন্দা ছিলেন। মিয়ারচরের একাংশ নদী ভাঙনে বিলিন হয়ে যাওয়ায় কিছুদিন আগে রুস্তুম আলী হাওলাদারের পরিবার ওই চরে বসতি স্থাপন করে। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ সহায়তা করার কথা বলেন ইউএনও।