মেসির সম্মানে পিএসজি’র জার্সিতে ব্যালন ডি’অরের রঙ
১৩ ডিসেম্বর, ২০২১, 1:49 PM

NL24 News
১৩ ডিসেম্বর, ২০২১, 1:49 PM

মেসির সম্মানে পিএসজি’র জার্সিতে ব্যালন ডি’অরের রঙ
কদিন আগেই সপ্তম ব্যালন ডি’অর জিতেছেনে পিএসজি’র আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। পিএসিজি’র কোনো খেলোয়াড়ের এটিই প্রথম ব্যালন ডি’অর জয়। তাই সেই উপলক্ষটি উদযাপনের অংশ হিসেবে ব্যালন ডি’অরের রঙের মতো সোনালী রঙে রেঙেছে পিএসজির জার্সি। জার্সিতে প্রতিটি ফুটবলারদের নাম, নম্বর ও স্পন্সর লেখা হয় ব্যালন ডি’অরের সোনালী রঙে। লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর বিপক্ষে সেটি পরিধান করেই ঘরের মাঠে খেলতে নামেন পিএসজি’র খেলোয়াড়রা। অবশ্য সেই উপলক্ষটা গোল করে উদযাপন করতে পারেননি মেসি। তবে করেছেন দুর্দান্ত এক অ্যাসিস্ট।
বিরতির ঠিক আগ মুহূর্তে প্রতিপক্ষের পাস ধরে দুরন্ত গতিতে বল নিয়ে ছুটেন মেসি। ডি বক্সের কাছে গিয়ে সেই বল পাস দেন এমবাপ্পের কাছে। গোল করেন এমবাপ্পে, এটি ছিল ম্যাচের দ্বিতীয় গোল।
ম্যাচে এমবাপ্পের জোড়া গোলে লিগ ওয়ানের ম্যাচে মোনাকোর বিপক্ষে জয় পায় পিএসজি। এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থানটা আরো মজবুত করল তারা। ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে মার্শেই আছে দ্বিতীয় স্থানে।