
NL24 News
১৬ মে, ২০২৩, 6:45 AM

মেসিকে বার্সায় ফেরানোর চেষ্টা করছেন লাপোর্তা
এস্পানিওলকে হারিয়ে রোববার রাতে ২৭তম লা লিগা শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর এই প্রথমবারের মতো লিগ শিরোপা জয় তাদের। এতকিছুর পরেও যেন আর্জেন্টাইন এই তারকা ছিলেন সবার মধ্যেই। তাকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে কাতালান ক্লাবটি। গোলডটকম
এস্পানিওলের মাঠে রবের্ত লেভানদোভস্কির জোড়া গোলে ৪-২ গোলে জিতেছে বার্সেলোনা। জয়ের পর শিরোপা নিশ্চিত করা বার্সা ভাসতে থাকে উচ্ছ্বাসে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। সেখানে সবকিছুর মধ্যে উঠে আসে মেসির কথাও। লাপোর্তা বলেন, আমি এটা বলতে পারি যে, মেসিকে আবারো ক্লাবে ফেরাতে সবকিছু করবো।
মেসিকে ক্লাবে নিয়ে আসতে হলে সবচেয়ে বড় বাধা হচ্ছে লা লিগার ফাইনান্সিয়াল ফেয়ার প্লে নীতি। সেটি মাথায় রেখেই পরিকল্পনা করছেন বার্সা সভাপতি। তিনি বলেন, আমরা ফাইনান্সিয়াল পেয়ার প্লে নীতি বজায় রাখার জন্য কার্যকর পরিকল্পনা করছি। আমরা দলকে আরো শক্তিশালী করতে চাই। এদিকে পিএসজির সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না লিওনেল মেসির। আগামী মাসেই চুক্তি ক্লাবটির সঙ্গে চুক্তি ফুরোবে তার। যদিও গুঞ্জন রয়েছে আর্জেন্টাইন এই তারকাকে রেকর্ড পরিমাণ বেতনে সৌদি আরবের ক্লাব আল-হিলাল উড়িয়ে নিয়ে যেতে পারে। তাছাড়া ইন্টার মিয়ামিও আগ্রহ দেখাচ্ছে বেশ। তবে বার্সেলোনা নিয়েই যেন গুঞ্জন জোরালো। বার্সা সভাপতির কথায় সেই গুঞ্জন অবশ্য আরও শক্তিশালী হয়েছে। রিপোর্ট: সাঈদুর রহমান