সংবাদ শিরোনাম
মেসিকেও দুয়োধ্বনি করতে ছাড়েনি সমর্থকরা, বিরক্ত পচেত্তিনো
০৩ মে, ২০২২, 2:47 PM

NL24 News
০৩ মে, ২০২২, 2:47 PM

মেসিকেও দুয়োধ্বনি করতে ছাড়েনি সমর্থকরা, বিরক্ত পচেত্তিনো
মেসি ও ম্যারাডোনা একই মাপের ফুটবলার। তাই ম্যারাডোনাকে যে সম্মান দেয়া হয়, মেসিকেও যেন ততটুকুই দেয়া হয়। এমন দাবি পিএসজির আর্জেন্টাইন কোচ মাওরিসিও পচেত্তিনির। এমনকি পিএসজিতে মেসির সঙ্গে অবিচার করা হচ্ছেও বলে দাবি করেন তিনি। নতুন মৌসুমে ঠিকই স্বরুপে ফিরবেন ক্ষুদে জাদুকর। কাঙ্খিত সাফল্য পাবে তার ক্লাব পিএসজি। এমনটাই মনে করেন এই আর্জেন্টাইন কোচ।
সম্পর্কিত