ঢাকা ২২ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

মেদাকচ্ছপিয়া উদ্যান ভ্রমণ ও পরিবেশ রক্ষায় সভা

#

১৭ এপ্রিল, ২০২৩,  9:37 PM

news image

জিয়াউল হক জিয়া, চকরিয়া ( কক্সবাজার) 

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান (ন্যাশনাল পার্ক) পরিভ্রমণ ও অভিজ্ঞতা বিনিময় সভা সম্পন্ন হয়েছে। 

১৭ এপ্রিল (সোমবার) সকালে ইউএসএআইডি'র সহযোগিতায় ন্যাচার কনজারভেশন নেকম ইকো লাইফ প্রকল্প কতৃক বাস্তবয়িত কর্মসূচী জাতীয় উদ্যান এলাকা, পরিবেশ ক্লাব ও বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বন ও জীব-বৈচিত্র সংরক্ষনে ছাত্রছাত্রীদের সচেতনতা বিষয়ক পরিভ্রমণ ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে বিশদ বর্ণনা ও সরেজমিনে ব্যাখ্যা করেন নেকম উপ-প্রকল্প পরিচালক ড. শফিকুর রহমান ও ফাঁসিয়াখালী সহকারী বন সংরক্ষক শিতল পাল।

এছাড়াও পাহাড়ী পথ পরিভ্রমন শেষে সকল ছাত্র ছাত্রীরা তাঁদের মনের অনুভূতি প্রকাশ করেন এবং বন ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবেন বলে অঙ্গীকার করেন।

উক্ত সচেতনতামূলক কর্মসূচীতে সভাপতিত্ব করেন মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন।

ফাঁসিয়াখালী সহ- ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদেরকে পড়ালেখার পাশাপাশি ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বন, পরিবেশ ও জীব-বৈচিত্র রক্ষায় সচেতন থাকার অনুরোধ করেন।

কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করেন ন্যাচার কনজারভেশন নেকম ইকো লাইফ প্রকল্পের সাইট অফিসার সিরাজুম মুনির, আবদুল কায়ুম খান, আবু জাফর মু.সেলিম ফারুক ও নারগিছ আরা।

এসময় ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদ, গবেষক তানভীর আহমেদ, ডুলাহাজারা বনবিট কর্মকর্তা অবনি কুমার রায়, নেকম গর্ভনেন্জ ম্যানেজার আফরোজা খাতুন, সাইদুর রহমান, মেদাকচ্ছপিয়া ট্রেজারার আকতার কামাল, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন পরিবেশ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী