ঢাকা ১৮ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বিট কর্মকর্তাসহ ৬ জনকে জিম্মি করে মারধর, অভিযুক্ত বিএনপি নেতা অনিশ্চয়তায় মালয়েশিয়ার শ্রমবাজার ১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ!: সারজিস ভালুকায় মা-শিশুসহ ৩ জনকে গলাকেটে হত্যা, পুলিশের ধারণা আপনজন জড়িত শিক্ষা ও শৃঙ্খলা বিনষ্টের প্রতিবাদে দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ মালদ্বীপে ইমিগ্রেশন জটিলতা এড়াতে পাসপোর্ট রিনিউতে হাইকমিশনের পরামর্শ চট্টগ্রাম নগরীতে আটক পটিয়ার ইউপি চেয়ারম্যান জসিম চট্টগ্রাম নগরীতে আটক পটিয়ার ইউপি চেয়ারম্যান জসিম পটিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মর্মান্তিক মৃত্যু মালয়েশিয়ায় ইমিগ্রেশন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

মুসলিম মিল্লাতের শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রামে বিশাল র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

#

নিজস্ব সংবাদদাতা

০৫ জুলাই, ২০২৫,  9:16 PM

news image

মোরশেদ আলম, চট্টগ্রাম:- পবিত্র দশই মহররম মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস, শাহাদাতে কারবালা দিবস এবং সমগ্র মানবমন্ডলীর মুক্তির মহা শাহাদাত দিবস উপলক্ষে বিশাল শোকর‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীতে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এ শোকর‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম রেলস্টেশন থেকে র‌্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক লালদিঘীর ময়দানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন কয়েক হাজার  বিশ্ব সুন্নী আন্দোলনের নেতাকর্মীধর্মপ্রাণ মুসলমান, যারা কালো ব্যানারকারবালার বীর শহীদদের স্মরণে লেখা নানা শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেন

লালদিঘীর ময়দানে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, “দশই মহররম শুধু ইতিহাস নয়, এটি সত্য ও ন্যায়ের জন্য আত্মত্যাগের এক চিরন্তন বার্তা। ইমাম হুসাইন (রাঃ) এর কারবালার মহাশাহাদাত আজও সকল নির্যাতিত মানুষের প্রেরণা হয়ে আছে।”

তারা আরও বলেন,“কারবালা আমাদের শিক্ষা দেয়, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আপোষহীন অবস্থান নেওয়ার, সত্যের পথে দৃঢ়চিত্তে এগিয়ে চলার। এই শিক্ষা আমরা আজকের সমাজে বাস্তবায়ন করতে চাই।”শোকর‌্যালি ও সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি ছিল। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়

বিশ্ব সুন্নী আন্দোলন প্রতি বছরই এই দিনে ইমাম হুসাইন (রাঃ) ও তার সাথিদের স্মরণে নানা কর্মসূচির আয়োজন করে থাকে। আজকের কর্মসূচিও ছিল সেই ধারাবাহিক অংশ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব ও সাধারণ জনগণ।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী