মুসলিম মিল্লাতের শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রামে বিশাল র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা
০৫ জুলাই, ২০২৫, 9:16 PM

নিজস্ব সংবাদদাতা
০৫ জুলাই, ২০২৫, 9:16 PM

মুসলিম মিল্লাতের শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রামে বিশাল র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
মোরশেদ আলম, চট্টগ্রাম:- পবিত্র দশই মহররম মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস, শাহাদাতে কারবালা দিবস এবং সমগ্র মানবমন্ডলীর মুক্তির মহা শাহাদাত দিবস উপলক্ষে বিশাল শোকর্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীতে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এ শোকর্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম রেলস্টেশন থেকে র্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক লালদিঘীর ময়দানে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন কয়েক হাজার বিশ্ব সুন্নী আন্দোলনের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমান, যারা কালো ব্যানার ও কারবালার বীর শহীদদের স্মরণে লেখা নানা শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেন।
লালদিঘীর ময়দানে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, “দশই মহররম শুধু ইতিহাস নয়, এটি সত্য ও ন্যায়ের জন্য আত্মত্যাগের এক চিরন্তন বার্তা। ইমাম হুসাইন (রাঃ) এর কারবালার মহাশাহাদাত আজও সকল নির্যাতিত মানুষের প্রেরণা হয়ে আছে।”
তারা আরও বলেন,“কারবালা আমাদের শিক্ষা দেয়, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে আপোষহীন অবস্থান নেওয়ার, সত্যের পথে দৃঢ়চিত্তে এগিয়ে চলার। এই শিক্ষা আমরা আজকের সমাজে বাস্তবায়ন করতে চাই।”শোকর্যালি ও সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি ছিল। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
বিশ্ব সুন্নী আন্দোলন প্রতি বছরই এই দিনে ইমাম হুসাইন (রাঃ) ও তার সাথিদের স্মরণে নানা কর্মসূচির আয়োজন করে থাকে। আজকের কর্মসূচিও ছিল সেই ধারাবাহিক অংশ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব ও সাধারণ জনগণ।