মুন্সীগঞ্জে ২০ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
১৪ মার্চ, ২০২২, 4:39 PM

NL24 News
১৪ মার্চ, ২০২২, 4:39 PM

মুন্সীগঞ্জে ২০ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার ছটফটিয়া এলাকায় সকালে নৌ-পুলিশের একটি কারখানায় অভিযান চালিয়ে ২০ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করাছে।
এসময় ২০ বস্তায় ৫১০ পাউন্ড কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর ভূঞার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের খবর পেয়ে ওই আয়রন কারখানায় অভিযান চালানো হয়। এসময় ২০ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার মূল্য ধরা হয়েছে আড়াই লাখ টাকা। এ বিষয়ে টঙ্গিবাড়ি থানায় মামলার প্রস্তুতি চলছে।