মুন্সীগঞ্জে পিঁয়াজ পট্টিতে অগ্নিকাণ্ড
২৮ মার্চ, ২০২২, 11:16 AM

NL24 News
২৮ মার্চ, ২০২২, 11:16 AM

মুন্সীগঞ্জে পিঁয়াজ পট্টিতে অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির বালিগাও বাজারে রবিবার (২৭ মার্চ) রাত ১১টার দিকে পিঁয়াজ পট্টিতে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
পরে সেই আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়ে বাজারের ৩০টি দোকানে। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করে বাজারের পিঁয়াজ পট্টির একটি দোকানে আগুন দেখতে পাওয়া যায়। পরে তা প্রায় ৩০ দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে পুড়ে যায় ৩০টি দোকান। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি
আগুনের বিষয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কি ভাবে আগুনের সূত্রপাত হয় ও এ ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে তদন্ত চলছে।