ঢাকা ২২ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় আত্মহত্যা বা আত্মহনন একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান নয় ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২

মিয়ানমার থেকে নাফনদী সাঁতরে টেকনাফে বন্যহাতি : আধ ঘন্টা পর প্রত্যাবর্তন

#

৩১ মার্চ, ২০২৩,  11:41 PM

news image

কক্সবাজার অফিস 

নাফ নদী সাঁতরে কক্সবাজারের টেকনাফে চলে  এসেছে  হাতি।হঠাৎ বন্য হাতি আসতে দেখে স্থানীয়  উৎসুক লোকজন ভীত সন্ত্রস্ত হয়ে  দৃশ্যটি অবলোকন করেন।শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হাতিটি টেকনাফের জাদিমোরা মাছঘাট এলাকার প্যারাবনে এসে আশ্রয় নেয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন হাতিটির বয়স ৩৫ থেকে ৪০ বছর। বন বিভাগের ধারণা, পথ হারিয়ে বা খাদ্যের সন্ধানে হাতিটি নাফ নদী সাঁতরে চলে এসেছিল। আধা ঘণ্টার মতো অবস্থান করে আবার মিয়ানমারের দিকে চলে গেছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, শুক্রবার সকালের দিকে নাফ নদী সাঁতরে একটি হাতি প্যারাবনের কাছাকাছি চলে আসতে দেখেন স্থানীয় লোকজন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। খবর পেয়ে বন বিভাগের হাতি উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে যান। আধা ঘণ্টা চেষ্টার পর হাতিটি আবার নাফ নদীর প্যারাবন থেকে একই পথে সাঁতরে লালদিয়ার দিকে চলে যায়।

হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বলেন, সকালে হঠাৎ করে কিছু লোকজন নাফ নদী দিয়ে একটি বিশাল আকারের হাতি সাঁতরে টেকনাফের দিকে আসতে দেখতে পান। হাতিটি একটি প্যারাবনে কিছুক্ষণ অপেক্ষা করে। প্যারাবনে হাতির অবস্থানের কথা শুনে অনেকে সেখানে ভিড় করেন। পরে বন বিভাগের কর্মী ও স্থানীয় লোকজনের প্রচেষ্টায় একই পথ দিয়ে হাতি মিয়ানমারে ফেরত পাঠায়। এর আগেও বিভিন্ন সময় মিয়ানমার থেকে সাঁতরে হাতি টেকনাফে এসেছিল । 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী