নিজস্ব সংবাদদাতা
১০ অক্টোবর, ২০২৪, 4:28 PM
মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে নিহত
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের কাছে জেলে নৌকায় মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার টেকনাফ উপজেলা নির্বাহী কর্মমর্তা (ইউএনও) আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দাদের মালিকাধীন ট্রলারে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত ওই জেলের মো. ওসমান। তিনি শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচু মিয়ার ছেলে ও দ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকাধীন ট্রলারের জেলে ছিলেন। গুলিবিদ্ধ হয়ে আহত তিন জেলেও ওই একই ট্রলারে ছিলেন।
ট্রলার মালিক সাইফুল জানিয়েছেন, সাগরে মাছ ধরার সময় হঠাৎ করে মিয়ানমারের নৌ বাহিনীর সদস্যরা ধাওয়া করে গুলি বর্ষণ করেন। এরপর পাঁচটি ট্রলারসহ মাঝি-মাল্লাদের ধরে মিয়ানমারে নিয়ে যায়। যেখানে তার মালিকাধীন ট্রলারে গুলিবিদ্ধ চারজনের মধ্যে একজন মারা যান।
বিষয়টি স্বীকার করে কোস্টগার্ডের শাহপরীর দ্বীপের দায়িত্বরত এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। অন্যদিকে অপর তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। ট্রলারটি ঘাটে আসার অপেক্ষায় আছি। ঘাটে আসার পর জানা যাবে। একই সঙ্গে অপর চারটি ট্রলারও ছেড়ে দিয়েছে বলে শোনা যাচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে।’
সর্বশেষ খবর পাওয়া গেছে, মিয়ানমার নৌবাহিনী একটি ট্রলার ও ১১ জন জেলেকে ফেরত দিয়েছে। বাকী জেলে ও ট্রলার এখন পর্যন্ত ফেরত দেয়নি। বাকী অন্যান্য জেলেদের কখন ফেরত দেওয়া হবে, সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।