মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব সংবাদদাতা
২১ জানুয়ারি, ২০২২, 8:58 PM

নিজস্ব সংবাদদাতা
২১ জানুয়ারি, ২০২২, 8:58 PM

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আনোয়ারা প্রতিনিধিঃ- সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ওষখাইন দরবার শরীফের সাজ্জাদনশীল মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ীর বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা।
শুক্রবার(২১ জানুয়ারী) ১১ টায় ওষখাইন দরবারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী বলেন, জায়গা-জমি নিয়ে স্থানীয় দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত মঙ্গলবার বিকালে ওই পরিবারের সদস্যরা পুনরাই মারামারিতে জড়িয়ে পড়লে আমি স্থানীয় মেম্বারসহ লোকজন নিয়ে ঝগড়া থামাতে চেষ্ঠা করি। এসময় এক পক্ষ আমাকে হামলা করতে চাইলে আমি তাদেরকে নিবৃত্ত করি। এত যদি আমার ভুল হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী। কিন্তু এ ঘটনাকে কিছু লোক উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ওয়ারেছ আহমেদ, কাজী এরশাদ উল্লাহ,কাজী আবদুল্লাহ,শাহজাদা কাজীম উদ্দিন,কাজী আদনানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।