মিঠামইনে ইয়াবাসহ যুবক গ্রেফতার
২৩ এপ্রিল, ২০২২, 12:08 PM

NL24 News
২৩ এপ্রিল, ২০২২, 12:08 PM

মিঠামইনে ইয়াবাসহ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি : শুক্রবার (২২ এপ্রিল) দিবাগত রাতে কিশোরগঞ্জের মিঠামইনের ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর থেকে ইয়াবাসহ ছাইদুর রহমান (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি হোসেনপুর গ্রামের কবির ভূইয়ার ছেলে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাইদুর দীর্ঘদিন যাবত ঘাগড়াসহ আশেপাশের গ্রামগুলোতে ইয়াবা বিক্রি করে আসছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে আমি নিজেই অভিযানে গিয়ে তাকে আটক করি।
তিনি আরও জানান, এসময় তার কাছ থেকে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে মিঠামইন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।