মালামাল গোছাতে বিদ্যুৎস্পর্শে মৃত্যু
০১ মার্চ, ২০২২, 4:15 PM

NL24 News
০১ মার্চ, ২০২২, 4:15 PM

মালামাল গোছাতে বিদ্যুৎস্পর্শে মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের নেত্রকোনা উপজেলার সিংহের বাজারে মোশাররফ হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী মারা যান। নতুন দোকানে মালামাল গোছাতে গিয়ে ত্রুটিপূর্ণ তারে জড়িয়ে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মোশাররফ হোসেন উপজেলার নায়েকপুর ইউনিয়নে মাহড়া গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মাঘনা গ্রামের ফৌজদার মিয়ার কাছ থেকে মনোহারী ব্যবসা করার জন্য দোকানটি ভাড়া নেন মোশাররফ হোসেন। এর আগে ওই ঘরে আর প্রবেশ করেননি তিনি।
সোমবার সন্ধ্যায় ব্যবসা পরিচালনা করার জন্য মালামাল গোছাতে যান মোশাররফ। এরই মধ্যে ত্রুটিপূর্ণ তারে জড়িয়ে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, মোশাররফ হোসেন নামে একজন বিদ্যুৎস্পর্শে মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।