মানিকগঞ্জে দুর্ঘটনায় ২ জন মোটরসাইকেল আরোহী নিহত
২৮ মার্চ, ২০২২, 2:30 PM

NL24 News
২৮ মার্চ, ২০২২, 2:30 PM

মানিকগঞ্জে দুর্ঘটনায় ২ জন মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জে সোমবার বেলা ১০টার দিকে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন মোটরসাইকেল আরোহী ফিরোজ আহমেদ (১৮)। সে সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের মুজিবুর রহমানের ছেলে। নিহত ফিরোজ স্থানীয় নবারুন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
অপর দিকে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী মাহিম রহমান (২৫) নিহত হয়। সে উপজেলার গোলড়া চরখন্ড এলাকার আব্দুল আলীর ছেলে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, সকালে ঢাকা আরিচা মহাসড়কের জাগির এলাকার অজ্ঞাত নামা একটি বাস মাহিম রহমানকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে বেতিলা মিতরা ইউনিয়নের অরঙ্গবাদ এলাকায় মোটরসাইকেল সিএনজি মুখোমুখি সংর্ঘে এক মোটরসাইকেল আরোহী ফিরোজ আহমেদ নিহত হয়।
তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় ও গোলড় হাইওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায় বলেও তিনি জানান।