মানিকগঞ্জে ট্রাক্টর উল্টে দুজন নিহত
২৬ মার্চ, ২০২২, 4:23 PM

NL24 News
২৬ মার্চ, ২০২২, 4:23 PM

মানিকগঞ্জে ট্রাক্টর উল্টে দুজন নিহত
নিজস্ব প্রতিনিধি : শুক্রবার রাতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের সোয়াখা গুচ্ছ গ্রামে জমি চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে দুজন নিহত হয়েছেন।
আজিমনগর ইউনিয়ন ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল মোন্নাফ বলেন, জমিতে চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নিহত হন দুজন।
নিহতরা হলেন— উপজেলার এনায়েতপুর গ্রামের মানিকের ছেলে মো. রুস্তম (২১) ও ফরিদপুর জেলার চরভদ্রাশন উপজেলার সালেহপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. আশাফুল (২০)।
আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, আমার ইউনিয়নে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের সোয়াখা এলাকায় দুর্ঘটনায় দুজন নিহত।