মানিকগঞ্জে কবরস্থান থেকে কঙ্কাল চুরি
৩১ মার্চ, ২০২২, 4:22 PM

NL24 News
৩১ মার্চ, ২০২২, 4:22 PM

মানিকগঞ্জে কবরস্থান থেকে কঙ্কাল চুরি
নিজস্ব প্রতিনিধি : বুধবার দিবাগত রাতে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বড় ধুলন্ডী কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
চোরেরা এসময় নয়টি কঙ্কাল চুরি করে নিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, রাতে কে বা কারা ধুলন্ডী কবরস্থান থেকে কঙ্কাল চুরি করেছে। স্থানীয়দের এমন সংবাদের ভিত্তিতে বেলা ১০টার দিকে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদশন করেছে। এছাড়াও সিআইডি ও র্যাবকে বিষয়টি জানানো হয়েছে।
তিনি আরও জানান, এই কবর স্থানে প্রায় ৫৩টি কবর আছে। এরমধ্যে ৯টি কবরের কঙ্কাল চুরি হয়েছে। কঙ্কাল চুরির ঘটনায় যারা জড়িত তদন্তকরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুলিশ কঙ্কাল চোর ধরতে তৎপর রয়েছে।