মানবাধিকার কমিশন রামু শাখার ইফতার ও দোয়া মাহফিল
০৭ এপ্রিল, ২০২৩, 11:52 PM

NL24 News
০৭ এপ্রিল, ২০২৩, 11:52 PM

মানবাধিকার কমিশন রামু শাখার ইফতার ও দোয়া মাহফিল
নুর মোহাম্মদ, (কক্সবাজার অফিস)
বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু উপজেলা শাখার অায়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৭ এপ্রিল রামু খিজারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অালহাজ্ব হাফেজ অাহমদের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল,উদ্বোধনী বক্তব্য রাখেন উখিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক সৈয়দ আকবর, শিক্ষক মৌলভী বখতিয়ার আহমদ, রামু প্রেস ক্লাব এর সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, এডভোকেট হোসাইন আহমদ আনসারী, জাতীয় পার্টি রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুল আলম, কক্সবাজার বেতার শিল্পী বশির আহমদ, মৌলভী আকতার হোসেন, রামু বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সজল বড়ুয়া, কক্সবাজার বেতার শিল্পী বশির আহমদ, রামু মানবাধিকার কমিশন রামু শাখার ভারপ্রাপ্ত মহিবুল্লাহ চৌধুরী জিল্লু,রামু মর্ডান মেডিকেল এন্ড সেন্টার এর স্বাধিকাররী গোলাম মওলা, এনজিও প্রতিনিধি প্রসুন বড়ুয়া, শিল্পী গোলাম মোস্তফা বাবুল, রাবেয়া বশরী রাবু, সালমান শাহ আবির, সাইফুল হক।