মাদারীপুর থেকে হারানো মোবাইল ফোন সৌদি আরবে উদ্ধার
২০ এপ্রিল, ২০২২, 2:13 PM

NL24 News
২০ এপ্রিল, ২০২২, 2:13 PM

মাদারীপুর থেকে হারানো মোবাইল ফোন সৌদি আরবে উদ্ধার
নিজস্ব প্রতিনিধি : চার মাস ৯ দিন পর মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। সোমবার রাতে উদ্ধার করা মোবাইল ফোনটি তার মালিক অভয়নগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিমের কাছে হস্তান্তর করা হয়।
মাদারীপুর থেকে যশোর অভয়নগর উপজেলা শিক্ষা কর্মকর্তার হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন সৌদি আরব থেকে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম জানান, গত বছরের ১৯ ডিসেম্বর অভয়নগর উপজেলা থেকে মাদারীপুরে বেড়াতে যান তিনি। সেখানে বেড়ানোর কোনো একসময় তার ‘স্যামসাং ব্র্যান্ডের এ-৭০’ মডেলের মোবাইল ফোনটি হারিয়ে যায়।
ওই দিন বিকালে তিনি মাদারীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ওই জিডির কপি অভয়নগর থানায় পাঠানো হয়।
এ বিষয়ে অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান বলেন, যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় জানতে পারি হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি সিলেট জেলা শহরের এক নারী পাঁচ দিন ব্যবহার করেছেন। পরে ওই নারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার স্বামী সৌদি আরবে যাওয়ার আগে ফোনটি কিনেছিলেন। ফোনটি তার স্বামী সৌদি আরবে নিয়ে গেছেন।
ওসি আরও জানান, এর পর ওই নারীর মাধ্যমে তার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনটি দেশে পাঠানোর ব্যবস্থা করেন। সোমবার রাতে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটির প্রকৃত মালিক অভয়নগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিমের কাছে হস্তান্তর করা হয়।