মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
১৩ মার্চ, ২০২২, 5:39 PM

NL24 News
১৩ মার্চ, ২০২২, 5:39 PM

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
নিজস্ব প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে মো. ওয়াহিদুজ্জামান সরদার চাঁন মিয়া (৬০) নামে এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
একটি অবৈধ বালুবাহী নছিমন এসে তাকে চাপা দেয়। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ব্যাংক কর্মকর্তা পৌর এলাকার চর-ঠেঙ্গামারা গ্রামের আরব আলী সরদারের ছেলে।
নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, সাবেক ব্যাংক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান সরদার চাঁন মিয়া শনিবার সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে রাস্তা দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি অবৈধ বালুবাহী নছিমন এসে তাকে চাপা দেয়। এতে করে তিনি গুরুতর আহন হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, চাঁন মিয়ার নছিমনচাপায় মৃত্যু হয়েছে বিষয়টি আমরা জেনেছি। আসলে ঘটনাটি দুঃখজনক।