ঢাকা ২১ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

মাদক, মানবপাচার অপরাধ জগতের গড়ফাদর কক্সবাজার শহরের রুস্তম বেপরোয়া

#

০৫ মার্চ, ২০২৩,  2:01 PM

news image

কক্সবাজার অফিস 

কক্সবাজার শহরের ইয়াবা, মানব পাচারকারী, ভূমিদস্যু, রুস্তুম আলী হোটেল ব্যবসার আড়ালে চালাচ্ছে নানা অনৈতিক কাজ। তার বিরুদ্ধে মাদক, মানব পাচারসহ একাধিক মামলা রয়েছে। ,বিভিন্ন স্থান থেকে সুন্দরী যুবতী নারীদের দিয়ে দেহ ব্যবসা চালাচ্ছে বলে সুনিদিষ্ট অভিযোগ রয়েছে।নারী পাচার,মাদক, সন্ত্রাস, মানবপাচারসহ ১০/১২ টি মামলা রয়েছে তার বিরুদ্ধে ।তার রয়েছে ১৫/২০ সদস্যের অপরাধী সিন্ডিকেট। 
শহরের লালদীঘি পাড়ের নজরুল বোড়িং ও শহরের লাইট হাউস পাড়ার আমীর ড্রীম নামে দুটি হোটেল ভাড়া নিয়ে রুস্তম আলী চালিয়ে যাচ্ছে অনৈনিক কর্মকান্ড। এসব অপরাধ কর্মকান্ড করতে গিয়ে একাধিক মামলায় জেল ও খেটেছেন রুস্তুম আলী। এক সময়ের হোটেল বয় এখন অপরাধ জগতের গ্যাং লীড়ার। গ্রাম থেকে শহরে আসা উঠতি বয়সী বখাটে যুবকদের জড়ো করে সংগঠিত করছে নানা অপরাধ।তার এহেন কর্মকাণ্ডে অতিষ্ঠ শহরবাসী।

শহরের দেলোয়ার নামের এক ব্যবসায়ী জানান, রুস্তুম ও তার বাহিনীর বখাটেরা শহরের ছিনতাই, চাঁদাবাজি ও তার হোটেলে তুলে ব্ল্যকমেইল করে সবর্স্ব ছিনিয়ে নিচ্ছে সাধারণ মানুষের। নাম প্রকাশ না করার শর্তে একজন আইনজীবীর অভিযোগ  রুস্তমের  অনুগত অপরাধীরা পুরো শহর জুড়ে। সদ্য জেল ফেরত রুস্তম আলী তার বাহিনীর ক্ষমতা মাধ্যমে  প্যারাবন উজাড় করে বাঁকখালী নদীর কস্তুরাঘাট পয়েন্টে  তৈরি করেছে স্থাপনা।  শুধু তাই নয়, শহরের যে কোন অপরাধের পেছনে রয়েছে তার হাত। রোহিঙ্গা শিবির থেকে যুবতী নারীদের তার পরিচালিত হোটেলে তুলে  দিবারাত্রি চলে রমরমা দেহব্যবসা আর মাদকের আসর। 

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন তিনি।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী