ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

মহেশখালী দ্বীপের তরুণ উদ্যোক্তা সোহেলের সফলতার গল্প

#

০১ ফেব্রুয়ারি, ২০২২,  8:02 PM

news image
সফল ব্যবসায়ী সোহেল

হোবাইব সজীব 

নুরুল হোছাইন সোহেল মাত্র ২৪ বছর বয়সেই একজন সফল ব্যবসায়ী। সহজ-সরল, বিনয়ী ও মিষ্টিভাষী একজন মানুষ। ব‌্যবসায় সফল তরুণদের এগিয়ে যাওয়ার তালিকায় নুরুল হোছাইন সোহেল একটি তারার নাম। 

বর্তমানে নাকিব সিকোরিটি এন্ড লজিষ্টিক সার্ভিস লিমিডেট এর ব্যবস্থপনা পরিচালক এন্ড সিইও এবং সদস্য ঢাকা চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাট্রি।

প্রথমে সাধারণ ভাবে ছোট একটি ব্যবসার মাধ্যমে জীবন যাপন শুরু করলেও কিছু দিনের মাথায় নুরুল হোছাইন সোহেল

সরকারের মেগা প্রকল্প কক্সবাজারে মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়ার সূত্রে ধরে অল্প সময়ের মধ্য তিনি বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করে এবং ব্যাপক সফলতা অর্জন করে। 

এরই ধারাবাহিকতায় তিনি একে একে বেশ কয়েকটি ছোট ছোট ব্যবসা শুরু করেন, যার সফলতাও তিনি দু-হাত ভরে পেয়েছেন। 

তবে তার এই সফলতা তিনি শুধু ব্যবসায়ী মহলেই পরিচিত নন, তিনি মানবতার ফেরিওয়ালাদের মধ্যেও একজন। মহামারি করোনাকালীন সময়ে তিনি নিম্ন আয়ের মানুষদের পাশে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। করোনাকালীন সময়ে তিনি তার আয়ের একটি বিরাট অংশ দান করেছেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষদের মাঝে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তার কিছু সাইট ব্যবসা বন্ধ থাকার পরও নিয়মিত বেতন দিয়েছেন তার কর্মচারিদের। নুরুল হোছাইন সোহেলে বলেন, আমি জীবনে যা কিছু করেছি মন দিয়ে করার চেষ্টা করেছি। যার সফলতাও আমি দু-হাত ভরে পেয়েছি। 

ফলে যতটুকু পেরেছি মানুষের উপকার করার চেষ্টা করেছি। যা আয় করেছি সেই আয়ের কিছু অংশ মানুষকে দান করেছি এবং অনেক বেকার লোকজনকে চাকরির মাধ্যমে কমসংস্থানের ব্যবস্থা করেছি। কিন্তু ভবিষ্যতে আমার ইচ্ছা আরও অনেক বড় হওয়ার যাতে মানুষের জন্য কিছু করতে পারি। কারণ- মানুষ মানুষের জন্য, জীবনের জীবনের জন্য। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী