মহেশখালীতে বন দিবস পালিত
২৩ মার্চ, ২০২৩, 12:25 AM

NL24 News
২৩ মার্চ, ২০২৩, 12:25 AM

মহেশখালীতে বন দিবস পালিত
জুয়েল চৌধুরী, মহেশখালী ( কক্সবাজার)
২১ মার্চ ছিল আন্তর্জাতিক বন দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটার কিপার্স বাংলাদেশ ও মহেশখালী উন্নয়ন পরিষদের সমন্বয়ে পালিত হয়েছে বন দিবস ও মানববন্ধন কর্মসূচি।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় এবং মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বাপার সদস্য দীলিপ কুমার দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইয়াছিন ।
২১ মার্চ (মঙ্গলবার) বিকেল ৩টায় উপজেলা কার্যালয় সংলগ্ন বাবুর দীঘির পাড়ে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও) মোঃ ইয়াছিন বলেন, দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। এখানে অতীতের তুলনায় পাহাড় খেকোর সংখ্যা বেড়েই চলছে। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এ অঞ্চলের কোথাও পাহাড় কাটা, বৃক্ষ নিধন, বালি উত্তোলন হলে বিষয়টি প্রশাসনকে জানাবেন। দ্রুত সময়ে জড়িত যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অচিরেই বন, পাহাড় ও প্যারাবনকে সুরক্ষা রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
এতে উপস্থিত ছিলেন কাউছার আহমদ, আবুল বশর পারভেজ, জয়নাল আবেদীন, সুব্রত দত্ত, জাহাঙ্গীর আলম, আব্দুস সালাম বাঙ্গালী, এম সালামত উল্লাহ, মোহাম্মদ হোবাইব সজীব, লিয়াকত আলী, মকছুদুর রহমান, এম তারেক রহমান, মাহাবুব আলম হান্নান, সাহাব উদ্দিন, এইচ এম করিম, মিজানুর রহমান, নুরুল কাদের প্রমুখ।